প্রশান্তি ডেক্স ॥ ফুটবলের আরেক সংস্করণ ফুটসালে চমক দেখিয়েছে বাংলাদেশ। তাও আবার সেটা করেছে ফুটসালের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে। একই আসরে ছেলেরা না পারলেও ট্রফি জিতে ইতিহাস গড়েছে মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরেছে সাবিনা খাতুনের দল। ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দলের সবাই। ভিআইপি গেট দিয়ে বের হয়ে এরপর ছাদখোলা বাসে যাত্রা করেন তারা।

আগের দুবার ঠিক এভাবেই ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করেছিল সাবিনা খাতুনের দল। সেটা ছিল সাফ ফুটবলের শিরোপা জেতার পর। এবার সাবিনার নেতৃত্বে জিতেছে ফুটসাল। তাই ছাদখোলা বাসে করে সাবিনাদের আনন্দ ছিল দেখার মতো। ট্রফি ঘুরে ঘুরে সবার হাতে শোভা পাচ্ছিল। তাদের সঙ্গে ইরানি কোচ ও ম্যানেজারকেও দেখা গেছে।
সর্বশেষ হাতিরঝিলে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে তাদের আনন্দের নতুন পর্ব শেষ হয়। তবে সংবর্ধনা দেওয়া হলেও আগের সাফের শিরোপা জিতে বোনাস না পাওয়ার বেদনা আছে সাবিনাদের। তবে এবার পুরস্কার এবং বেতন সুনিশ্চিত হওয়ার সুবাতাই বইছে।