চট্টগ্রাম কাস্টমস হাউসে স্মরণকালের বড় নিলামে ২৮০০টন পণ্য বিক্রি

প্রশান্তি ডেক্স ॥ চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসন, নিরাপত্তা ঝুঁকি কমানো এবং বন্দরের কার্যক্ষমতা বাড়াতে স্মরণকালের সর্ববৃহৎ পণ্য নিলাম সম্পন্ন করেছে কাস্টমস হাউস, চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে দীর্ঘদিন অখালাসকৃত প্রায় ২৮০০ টন পণ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত পণ্যের কারণে ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাস্টমস হাউস নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় কাস্টমসের নিলাম স্থাপনায় সংরক্ষিত ‘ব্যবহৃত ড্রেজার স্টিল পাইপ, রাবার হোস, সংযোজনী ও আনুষঙ্গিক সামগ্রী’ শীর্ষক প্রায় ২৮০০ টন পণ্য অনলাইন নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন নিলাম প্ল্যাটফর্মে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রতিযোগিতামূলক এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে মোট ১৩ জন দরদাতা অংশ নেন।

নিলামে সর্বোচ্চ ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকায় পণ্যচালানটি বিক্রি হয়। পরবর্তী সময়ে দরমূল্য, মূল্য সংযোজন কর ও আয়করসহ মোট ১১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধের পর দরদাতার অনুকূলে পণ্য খালাস সম্পন্ন করা হয়।

কাস্টমস হাউস চট্টগ্রাম জানায়, পণ্যের পরিমাণের দিক থেকে এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্ববৃহৎ নিলাম। এই নিলামের ফলে একদিকে কাস্টমসের নিলাম স্থাপনার বড় অংশ খালি করা সম্ভব হয়েছে। অপরদিকে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আদায় নিশ্চিত হয়েছে। পাশাপাশি বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনায় গতিশীলতা ফিরে এসেছে।

অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে অনলাইন নিলাম কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

Leave a Reply

Your email address will not be published.