ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার আড়াইবাড়ি গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী এ.কে. এম বদিউল আলমকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করেছেন। বদিউল আলম এ্যামট্রানেট গ্রুপের চেয়ারম্যান। তিনি তার নিজ এলাকায় কসবা মহিলা অনার্স কলেজ ও কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটর প্রতিষ্ঠাতা।
তিনি এলাকার বিভিন্ন প্রকার মানবিক ও সামাজিক কাজে জড়িত রয়েছেন। শিল্পপতি বদিউল আলমকে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সিআইপি নির্বাচিত করায় কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান ও সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা সহ ক্লাবের সকলেই মাননীয় প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।