ব্রুনাই এম্বাসী এবং জামাত সংশ্লিষ্টতা

আসিফ আনিছ, ব্রুনাই প্রতিনিধি॥ বাংলাদেশ সরকার বিভিন্ন দেশে এম্বাসী পরিচালনার মূল উদ্যেশ্য হলো দেশের অর্থনীতির চাকা সচল রাখা, পারস্পরিক সম্পর্কোন্নয়ন এবং বাংলাদেশী কর্মীদের কাজের গতিশীলতা আনয়ন করা। পাশাপাশি জনশক্তি রপ্তানীর চাকাকে আরো গতিশীল করা। এই মূলমন্ত্রের বাইরে আর কোন কাজের বা ব্যবসার উদ্দেশ্য বা লক্ষ্য আছে কিনা তা আমার জানা নেই। কিন্তু ইদানিং প্রশান্তির অনুসন্ধানে বের হয়ে আসছে এক ভয়ংকর সুদুর প্রসারী পরিকল্পনা যা সরকারের খেয়ে পড়ে সরকারের আকাঙ্খা ও ইচ্ছার বিরুদ্ধাচরণ করার সামিল। আর এই বিরুদ্ধাচারণ হচ্ছে জামাত শিবিরের সুদুর প্রসারী চক্রান্তের বাস্তবসম্মত বাস্তবায়নের ফলে।
কিভাবে এই চক্রান্ত বাস্তবায়ন করে যাচ্ছে এবং কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তা সুস্পষ্ট যে, ইনকিলাব পত্রিকার মাধ্যমে যোগ সাজসের ভিত্তি রচিত হয় এবং চক্রান্ত বাস্তবায়নের মাধ্যম হিসেবে ইনকিলাব মাধ্যমকেই ব্যবহার করা হয়। জনশক্তি রপ্তানী বাজারে ধ্বস নামাতে এবং বৈধভাবে যারা ঐ দেশে কাজ করে দেশের সম্মান ও নিজের অবস্থান তৈরী করেছে এমনকি উদ্যোক্তা হিসেবে স্বিকৃতি লাভ করে যৌথ মূলধনী ব্যবসার সফলতায় এগিয়ে যাচ্ছে। তাদেরকে বিভিন্নভাবে হয়রানী করে ব্যবসার ক্ষতি এমনকি কাউকে কাউকে বিভিন্ন চক্রান্ত করে ঐ দেশ থেকে বের করে দিয়ে ব্যবসা হাতিয়ে নেয়ারও চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
দূর্নীতির এক চিহ্নিত ও কলংকিত নাম ঘুষ; আর এই ঘুষ বাণিজ্যের সংগে যুক্ত হয়ে ঐ ব্রুনাই এম্বাসীর লোকজন এখন অন্ধ এবং দেশের উন্নয়ন বিসর্জন দিয়ে নিজের উন্নয়ন সাধনে লিপ্ত। আমাদের হাতে সকল তথ্য প্রমান এবং ব্যক্তির ইন্টারভিউসহ যাবতীয় প্রমানাদী মজুদ রয়েছে। তাই ঐ এম্বাসীতে কর্মরতদের সতর্ক হয়ে আরো মনোযোগী ও দায়িত্ব পালনে সেবার মনোভাব প্রকাশে আন্তরিক হতে বিশেষ আহবান জানানো হচ্ছে এবং সরকারের মনিটরিং জোরদার করার জন্যও সুপারিশ করা হলো।
বংলাদেশীদের ব্যবসার প্রসার ঘটানে এবং নতুন লোক যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা রাখতে মনোযোগ আকর্ষণ করে বিনীত অনুরোধ জানাচ্ছি। কারো ব্যবসার এবং যাতায়তের ক্ষেত্রে যেন নতুন করে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি দিতে দৃষ্টি আকর্ষণ করছি। কাউকে হয়রানির উদ্দেশ্যে পারিবারিক বিষয়ের ঘটনাকে আন্তর্জাতিক চক্রান্তে রূপদান না করে বরং সমাধান ও কাজ সহজীকরণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে উদাত্ত আহবান জানাচ্ছি। কোর্ট দ্বারা মিমাংসিত বিষয় নিয়ে আরো জটিলতা সৃষ্টি না করে বরং কাজের ক্ষেত্র উন্মুক্ত করে সহজিকরণের ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি। দেশ এবং সরকার ও সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটনোই আমাদের সকলের দায়িত্ব। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন জটিল অংক বা ষঢ়যন্ত্রের বাস্তবায়ন বরদস্ত করা হবে না।
আমরা অনুরোধ রাখছি এবং সতর্ক করে আগামীর উজ্জ্বল সম্ভাবনা কাজে লাগাতে কর্মকর্তা ও কর্মচারীদের উদাত্ত আহবান জানাচ্ছি। নতুবা আগামীতে সকল দলিল সহ পুনাঙ্গ রিপোর্ট জনতা এবং সরকারের দৃষ্টিগোচর করার ইচ্ছা পোষণ করছি।

Leave a Reply

Your email address will not be published.