কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট প্রস্তাব মন্ত্রিসভায় পাশ

প্রশান্তি ডেক্স॥ কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইন আজ মন্ত্রিসভায় পাশ হয়েছে। আজ দুপুরে মন্ত্রিসভার এক বৈঠকে এই আইন পাশের প্রস্তাব উঠলে মন্ত্রিসভার সদস্যরা এতে সম্মতি দেন। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট গঠনের লক্ষ্যে আইন চূড়ান্তকরণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইনটি কার্যকর হলে কমিউনিটি ক্লিনিকের অবস্থান আরও মজবুত হবে বলে আশা করা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কমিটিতে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক সদস্য হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই আইনের ফলে ট্রাস্টের অধীনের কর্মচারীগণের চাকরি স্থায়ীকরণের পাশাপাশি বেতন বৃদ্ধি, পদোন্নতি, অবসরভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি চাকরির মতো কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published.