প্রশান্তি ডেক্স॥ কোটাপ্রথা নিয়ে কত ধরনের কাহিনীই না হলো। শেষ পর্যন্ত সরকার সকল দাবী মেনে নিয়ে ঐ প্রথায় সংস্কার আনয়নে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেখানেও আবার আন্দোলনগত বাধা। তাহলে সরকার কি করবে। সরকারের হ্যা বললেও সমস্যা আবার না বললেও সমস্যা। এই উভয় সংকট মোকাবেলা সরকার প্রস্তুত এবং যা প্রয়োজন সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যাবে।
এবার দেখা যাক আন্দোলনকারীরা কি বলতে চায় এবং সরকারই বা কি করে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীসহ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামে একটি সংগঠন।
গত শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে, চাকরিতে কোটা বিষয়ে সাম্প্রতিক সুপারিশ বাতিল ও ৯ দফা দাবি বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান তারা। এ সময় মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতিসহ মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন করার আহবানও জানান তারা।
মুক্তিযোদ্ধা কোটায় চলমান নিয়োগ অব্যাহত রাখাসহ প্রিলিমিনারী থেকে কোটা শতভাগ বাস্তবায়নের দাবি জানান মুক্তিযোদ্ধার সন্তানরা।
যে আন্দোলন হচ্ছে এবং হবে তা সম্পূর্ণই অযৌক্তিক; কিন্তু কারে কে বোঝায়। বরং অন্ধকারে ঘাপটি মেরে থাকারা ফায়দা লোটার জন্য কিছু একটা করতে ঐ আন্দোলনকারীদের ব্যবহারই করে যাচ্ছে বার বার।