শুভ জন্মদিন
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী ও বিশ^ মানবতার মা শেখ হাসিনার ৭১তম জন্মদিনে জানাই শুভেচ্ছা। শুভ জন্মদিন বাংলাদেশের আশার প্রদিপের। আলাদীনের চেরাগ এখন যার হাতে তিনিই আমাদের গর্ব ও অহংকার এবং উন্নয়নের রূপকার এমনকি বাস্তবায়নের দৃষ্টান্তসহ অসহায়ের আশ্রয়স্থল ও এই দেশের মানুষের খোদার পরের শেষ ভরসা যার উপর তিনিই শেখ হাসিনা। যার শরীরে বহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র রক্ত।
১৯৪৭ সালের এই দিনেই তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন। সেই টুঙ্গিপাড়ার ছোট্ট মেয়েটি আজ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। মমতাময়ী মা, বোন, হাসু আপু, কারো কাছে বুবু। সবকিছুর উপরে এখন এই বাংলাকে ছাপিয়ে বিশে^র এক সৃজনশীল উন্নয়ননের রোল মলেড হিসেবে পথ দেখানো অবিভাবক। হার না মানা বীর বাঙ্গালীর (১৬ কোটি) প্রতিনিধিত্ব করা এক সাহসী নারী।
জন্মই যার সেবার তরে তার সঙ্গে আর কারো তুলনা করা যায়। আবার তিনি বঙ্গবন্ধুর কণ্যা এমনকি নিরহংকার ও নির্লোভ মরহুম জনাব ওয়াজেদ মিয়া সাহেবের স্ত্রী, সফল প্রযুক্তিবীদ ও অটিজম বিশেষজ্ঞ সন্তানদ্বয়ের জন্মদাত্রী মা জননী। তিনি জন্মদিয়ে যাচ্ছেন একের পর এক উন্নয়ন শিরোনামের ইতিহাস এবং অর্জনের দ্বিকজ¦য়ী স্বীকৃতি। তিনি তাঁর পিতার অসমাপ্ত কাজ সম্পাদন করতে ’৭৫পরবর্তী সময় থেকে দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই বাঙ্গালীর সুখ, স্বাচ্ছন্দ, স্থিতিশীলতা এবং মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে। যার স্বীকৃতী আজ দৃশ্যমান।
শুভ জন্মদিন তোমায় মমতাময়ী নেত্রী। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনি ভালো থাকলে ভাল থাকবে ১৬ কোটি মানুষ এবং বাংলাদেশ।
আপনার জন্মদিনে আমাদের অঙ্গিকার আগামী দিনে আবারো দেশ সেবার দায়িত্ব নিয়োজিত রাখা এবং দেশের কল্যাণে আপনার জীবনের শেষদিন পর্যন্ত দায়িত্বে থেকে আরেকটি সমুজ্জ্বল ইতিহাস উপহার দেয়া। জয় হউক আমাদের প্রচেষ্টা ও আকাঙ্খার।