এই রায়ে সন্তুষ্ট হতে পরলাম না

প্রশান্তি ডেক্স॥ এই রায়ে সন্তুষ্ট হতে পরলাম না। কারন নারায়ণগঞ্জ ৭ খুনের মামলায় অভিযুক্ত প্রধান আসামি নূর হোসেন। আর তিনিই ছিলেন ঐ খুনের হুকুম দাতা। আদালত যদি নূর হোসেনকে ঐ ৭ খুনের ai raye sontossta hota perlam naমামলায় ফাঁসির আদেশ দিতে পারে তাহলে কেন ২১শে আগস্টে গ্রেনেড হামলার মাষ্টারমাইন্ড তারেকের ফাঁসি রায় কার্যকর করা হবে না। যেহেতু বলা হয় মুক্তিযুদ্ধের পরে যদি বড় কোন রাজনৈতিক হামলা হয়ে থাকে সেটিই কিন্তু বিএনপি জামাত কতৃক ২১শে আগস্টের নৃশংস হামলা। বাংলার জনসাধারণের একটাই দাবি-রাষ্ট্র পক্ষের আইনজীবী পুনরায় আপিল করে তারেকের ফাঁসির রায় কার্যকর করা।

Leave a Reply

Your email address will not be published.