নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলাপ্রতিনিধি। আরিফুল ইসলাম (২৫) বাইসাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলো ২৫ ভরি ওজনের স্বণের দু’টি বার নিয়ে। ভারতে পাচারের উদ্দেশ্যেই ওই স্বর্ণ নিয়ে যাচ্ছিলো। এমন খবরেই সাইকেলারোহীর গতিরোধ করে তল্লাশী করে পেয়েও যায় বিজিবি। পরে তাকে গ্রেপ্তার করে সোপর্দ করা হয় পুলিশে কাছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা এলাকার।
৫ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলার আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর ঈদগাহ মাঠের সামনে থেকে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের টহল সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে খবর ছিলো আখাউড়া বাউতলা সীমান্ত পথ দিয়ে একটি স্বণের চালান ভারতে পাচার হবে। এমন খবরের ভিত্তিতে গত শুক্রবার সকাল থেকেই বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল-দুপুর গড়িয়ে বিকেল তখন সাড়ে তিনটা। ঠিক ওই সময়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন এলাকা দিয়ে বাইসাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলো ওই যুবক। হীরাপুর ঈদগাহ্ মাঠের কাছে সন্দেহভাজন ওই সাইকেলারোহী যুবককে বিজিবি জওয়ানরা আটকায়। এসময় তার শরীর তল্লাশীকালে প্যান্টের পকেটে রক্ষিত দু’টি স্বণের বার পাওয়া যায়। স্বণের বার পাচারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের সুবেদার আজিজুর রহমান বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।