পূজা উপভোগে ভারতে ৫০ জনের মৃত্যু

Poja dekhta geya 50 jon Nehotoপ্রশান্তি ডেক্স॥ ভারতের আমৃতসরে রেল লাইনের উপর দাঁড়িয়ে রাবণবধ অনুষ্ঠান দেখার সময় ট্রেনে কাটা পড়ে ৫০ জনের মৃত্যু হয়,আহত অনেক। গতকাল সন্ধ্যায় প্রদেশের জোড়া গেট রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। কুশপুত্তলিকা পোড়ানোর অনুষ্ঠানে সত শতাধিক লোক উপস্থিত ছিল,বাজির আগুন ছিটকে আসতে থাকায় দর্শকেরা সরে রেল লাইনের উপরে দাঁড়িয়েছিল।এ সময় আপ-ডাউন দুই লাইনের এক্সপ্রেস ট্রেন আসায় এ দূর্ঘটনা ঘটে। সরকার নিহতের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি এবং আহতদের ফ্রি চিকিৎসার ঘোষনা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.