প্রশান্তি ডেক্স॥ ভারতের আমৃতসরে রেল লাইনের উপর দাঁড়িয়ে রাবণবধ অনুষ্ঠান দেখার সময় ট্রেনে কাটা পড়ে ৫০ জনের মৃত্যু হয়,আহত অনেক। গতকাল সন্ধ্যায় প্রদেশের জোড়া গেট রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। কুশপুত্তলিকা পোড়ানোর অনুষ্ঠানে সত শতাধিক লোক উপস্থিত ছিল,বাজির আগুন ছিটকে আসতে থাকায় দর্শকেরা সরে রেল লাইনের উপরে দাঁড়িয়েছিল।এ সময় আপ-ডাউন দুই লাইনের এক্সপ্রেস ট্রেন আসায় এ দূর্ঘটনা ঘটে। সরকার নিহতের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি এবং আহতদের ফ্রি চিকিৎসার ঘোষনা দিয়েছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post