তাজুল ইসলাম হানিফ॥ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আমাদের গর্ব জনাব সৈয়দা ফারহানা কাউনাইন। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জনাব সৈয়দা ফারহানা কাউনাইন রিতা। মহোদয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ।
উল্লেখ্য সৈয়দা ফারহানা কাউনাইন রিতার বাবা হচ্ছেন- মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য, সাবেক গণপরিষদ সদস্য, বিশিষ্ট আইনজীবী ও ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান ও এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম এর সুযোগ্য কন্যা সৈয়দা ফারহানা কাউনাইন রিতা নরসিংদী জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আছেন। এই বছরের শুরু থেকে নরসিংদীর নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।