প্রশান্তি ডেক্স॥ জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা সাত দফা কর্মসূচি দিয়েছি। সংবিধানের ৭নং অনুচ্ছেদে রয়েছে জনগণ দেশের মালিক। কিন্তু বর্তমানে জনগণের সেই মালিকানা নেই। এটা আদায় করে নিতে হবে। আমাদের ১নম্বর দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর সাথে আরও ছয়টি দাবি রয়েছে। এসব দাবির কথা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, সাত দফাকে হালকাভাবে নেবেন না। এটা অনেক মূল্যবান। এটা জনগণের হারিয়ে ফেলা অধিকার, দেশের মালিকানা ফিরিয়ে আনার দাবি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, জনগণ ক্ষমতার মালিক। সেটি বাস্তবায়ন করতে হবে। গত বুধবার বিকালে সিলেট রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মুষ্ঠিমেয় মানুষের উন্নয়নে উন্নয়ন হয় না। আমরা চাই, ১৬ কোটি মানুষের উন্নয়ন। আমরা ইনশাল্লাহ বিজয়ী হবো। আমাদের বিজয় অনিবার্য।
ড. কামাল বক্তব্যের শেষ পর্যায়ে খালেদা জিয়ার মুক্তির দাবিও তুলেন। তিনি বক্তৃতা শেষে যাওয়ার পথে কেউ শিখিয়ে বা স্মরণ করিয়ে দিলে ঐ কথা বলেন এমনকি পাশাপাশি এও বলেন আমাদের ৭ দফায় এর উল্লেখ আছে।