কসবায় আইনমন্ত্রীর পিতা এডভোকেট সিরাজুল হকের ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৮/১০/২০১৮ইং তারিখ সকালে আইনমন্ত্রী আনিসুল হক’র পিতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও কসবা-kasba Anisul Huq father 16 tomo bersekআখাউড়ার সাবেক দুই বারের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌশুলী, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রনেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশবরেণ্য বিশিষ্ট আইনজীবী মরহুম সিরাজুল হক বাচ্চু মিয়া সাহেবের ১৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন ভূইয়া বকুল, জেলা পরিষদ সদস্য মো.মোশারফ হোসেন ইকবাল, কসবা থানা পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম,বিনাউটি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন,যুবলীগ সভাপতি এমএ আজিজ, ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন,সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক নাজমুল আলম খান বেদন প্রমুখ। এ ছাড়াও উপজেলার সকল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের মাঝে তাবারক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.