অষ্টম শ্রেণী পাশেই আবেদন
জব টাইপ : ফুলটাইম
জব ক্যাটাগরি : সরকারি
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০১৮
ঝড়ঁৎপব: দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল(গড়হফধু, ঙপঃড়নবৎ ৮, ২০১৮)
বিস্তারিত নিচের বিজ্ঞাপনে
অনেকেই ভেবে থাকেন যে, আইটিতে এবং সেনাবাহিনীতে একইসাথে ক্যারিয়ার গড়া সম্ভব হয় না। যদিও এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রযুক্তির ছোঁয়া অন্য সকল চাকরির মতো সেনাবাহিনীতেও রয়েছে। তাই আজ আমরা জানবো, সামরিক খাতের নানা আইটি ক্যারিয়ার সম্পর্কে।
সামরিক খাতে বিভিন্ন জায়গায় কন্ট্রোল সেন্টার, ইলেকট্রনিক সুইচ, কমব্যাট রেডিও সহ অনেক ধরনের যোগাযোগ যন্ত্রাদি রয়েছে, যেগুলো প্রায় প্রতিদিনই মেরামত ও পরীক্ষা করে দেখার দরকার পড়ে। যাতে সেগুলো উপযুক্ত সময়ে সঠিক তথ্য দেখায়। এই কাজটি করে থাকেন একজন নেটওয়ার্ক সুইচিং সিস্টেম অপারেটর এন্ড মেইনটেইনার।
এক্ষেত্রে ক্যারিয়ার গড়তে হলে আপনাকে সিস্টেম এরর ট্রাবলশ্যুট করা ও বিভিন্ন ধরনের জেনারেটর, যানবাহন, সুইচবোর্ড ইত্যাদি যন্ত্র সম্পর্কে দক্ষতা থাকতে হবে। সেনাবাহিনীতে যোগদান করার পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠান এসব সম্পর্কে জানতে পারবেন। কমকাস্ট, টি মোবাইল, এটন কর্পোরেশন, সিসকো সিস্টেমস সহ আরো অনেক প্রতিষ্ঠান আছে, যারা এধরনের দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে।
সেনাবাহিনীতে যোগাযোগ ব্যবস্থার বেশ কয়েক ধরণের মাধ্যম রয়েছে। সেগুলো যদি ক্র্যাশ করে, তাহলে যোগাযোগ ব্যবস্থার বিচ্যুতি ঘটা স্বাভাবিক। একজন নোডাল নেটওয়ার্ক সিস্টেম অপারেটর এন্ড মেইনটেইনারের কাজ হচ্ছে, সব ধরনের যোগাযোগ ব্যবস্থা সবসময় সচল রাখা।
এ খাতে ক্যারিয়ার গড়তে হলে আপনাকে সেনাবাহিনীর যোগাযোগ কৌশল ও কার্যপদ্ধতি সম্পর্কে জানা থাকা লাগবে। এছাড়াও বিভিন্ন সিস্টেম ডিভাইসের নিয়ন্ত্রণ এবং সেগুলোকে মাঠ পর্যায়ে কাজ করানোর দক্ষতা থাকতে হবে। ডেটা প্রসেসিং, নেটওয়ার্ক সাপোর্ট ও কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর দক্ষতা থাকলে আপনার জন্য অবশ্যই সেটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে।