কসবায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শতভাগ বিদ্যুৎ উদ্বোধন করা হলো। সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০৬ টি উপজেলার মধ্যে কসবায়ও শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করেন। শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি। কসবা পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে ২ শত ৪৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৭৯ হাজার ৬৬৪ জন গ্রাহকের মাঝে বিদু্যুৎ সংযোগ দিয়ে শতভাগ বিদ্যুৎ সংযোগ সম্পন্ন করা হয়। শতভাগ বিদ্যুতায়নে শুভ উদ্বোধন উপলক্ষে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি প্রজ্জলনের আয়োজন করে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি।
শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কায়সার ভ্ইূয়া জীবন, সহকারী পুলিশ সুপার ( কসবা সার্কেল) আবদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, কসবা পল্লী বিদ্যুৎ ডিজিএম আবুল বাসার শামসুদ্দিন আহমেদ,যুবলীগ সভাপতি এমএ আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.