বিপর্যয়ের মুখে আমেরিকা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ আমেরিকার বাণিজ্য ঘাটতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় এখন বিপর্যয়ের মুখে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্ষণশীল বাণিজ্যনীতি গ্রহণের পরও চীনের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত শুক্রবার আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে,চলতি বছরের সেপ্টেম্বর মাসে আমেরিকা ও চীনের পণ্য ও সেবাখাতে ঘাটতির পরিমাণ চার হাজার কোটি ডলার। যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি মোকাবেলায় ট্রাম্প প্রশাসন চীনের কয়েকশ পণ্যের ওপর শূল্ক দ্বিগুণ করেছে। এতে চীনের হাজার হাজার কোটি ডলারের পণ্য আমেরিকার বাড়তি শূল্কের আওতায় আসে। ট্রাম্প প্রশাসনের এ নীতির কারণে আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয় ।Veporzer Mokha Amreka
আমেরিকাকে প্রত্যাখ্যান,
ইরানের পক্ষে রাশিয়া পরমাণুশক্তি চালিত বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান জাপান ও কানাডার যুদ্ধজাহাজের সঙ্গে মিলিতভাবে জাপানের পশ্চিম প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের মহড়া দিয়েছে। গত শনিবার এ মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ায় জাপান ও আমেরিকার ৫৭ হাজার নাবিক, মেরিন সৈন্য ও বিমানসেনা অংশ নিয়েছে। এটি জাপান ও তার আশেপাশের অঞ্চলে আয়োজিত সর্ববৃহৎ যুদ্ধের প্রস্তুতি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স । মহড়ায় যোগ দেয়া জাপানের ৪৭ হাজার সৈন্য এবং আমেরিকার ১০ হাজার সৈন্যরা বিমান যুদ্ধ, উভচর অবতরণ, ও ক্ষেপনাস্ত্র প্রতিহত করার অনুশীলন করে। বিমানবাহী রণতরীর সঙ্গে আরও আটটি যুদ্ধজাহাজ অনুশীলনে অংশ নিয়েছে। তারা সাবমেরিন বিধ্বংসী কৌশলের মহড়া দেয়। সমুদ্রে চীন শক্তিশালী হয়ে উঠতে পারে এমন আশঙ্কা করছে ওয়াশিংটন ও টোকিও।
আমেরিকাকে উ. কোরিয়ার হুমকি,
আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পিয়ংইয়ং আবার পরমাণু অস্ত্র কর্মসূচি শুরু করবে বলে হুমকি দিয়েছে উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয়। গত শুক্রবার এক বিবৃতিতে উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয় বলছে,‘সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ও নিষেধাজ্ঞা একসঙ্গে চলতে পারে না। এ ইস্যুতে আমেরিকা তার অবস্থান পরিবর্তন করতে ব্যর্থ হলে উত্তর কোরিয়া অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টার পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যাবে।’ এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত শুক্রবার ফক্স নিউজকে জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে আবার বৈঠকে বসবেন। পরমাণু মুক্ত কোরীয় উপদ্বীপ গঠনের বিষয়ে উত্তর কোরিয়াকে প্রভাবিত করার জন্যই তিনি এ বৈঠকে বসবেন।’

Leave a Reply

Your email address will not be published.