ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার ( ৩ নভেম্বর ) সন্ধ্যায় কসবার কুটি বাজারে শান্তির বার্তা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভুঁইয়া ।
বিশেষ অতিথি ছিলেন: অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন, কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, কুটি ইউপির সাবেক চেয়ারম্যান হাজী মো: আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: মনির হোসেন, সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেন রিমন, উপাজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায়, সাধারন সম্পাদক রতন কুমার সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি পিযুষ কান্তি রায় ও কুটি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি তুলসী পদ সাহা ।
যুবলীগ নেতা মোসতাক আহাম্মেদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন : কুটি ইউপি চেয়ারম্যান হাজী মো: নজরুল ইসলাম জিতু, কুটি বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান স্বপন ও বিশিষ্ট ব্যবসায়ী সুজিত কুমার রায়।
মতবিনিময় সভায় বক্তাগন বলেন, কসবা উপজেলাবাসীর মাঝে সাম্প্রদায়িক-সম্প্রীতি রয়েছে। এখানে নছিরনগর উপজেলার কোন ছায়া পড়তে দেয়া হবেনা । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখি সুন্দর বাংলাদেশ মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফল বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হকের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।