আল মামুন সরকারের ঐক্যের ডাক

চৌধুরী কামাল॥ প্রিয় কসবা/ আখাউড়া বাসী ও আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা। আস সালামো আলাইকুম। সকলের অবগতির জন্য আমি মোঃAl Mamun Ykko Font Sorker আল মামুন সরকার, (সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত, প্রতিষ্ঠাতা সদস্য সচিব, বিদেশ প্রত্যাগত বাংলাদেশ আওয়ামী ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা। গ্রাম-ছতুরা শরীফ আমাদের নির্বাচনী এলাকা থেকে দলিয় মনোনয়ন প্রত্যাসী ছিলাম ও দলিয় মনোনয়ন ফরম নিয়েছিলাম কিন্তু বর্তমানে কসবা, আখাউড়ায় যে ভাবে রাজনৈতিক অনৈক্য বিবেদ বিশৃঙ্খলা সংঘাত সংঘর্ষের রাজনৈতিতে তৃণমূলের নেতাকর্মীরা বিভক্তির হতাসায় নিমজ্জিত এমন অবস্থায় একাদশ সংসদ সদস্য পদের জন্য ১১ জন পদপ্রর্থী আমাদের নির্বাচনী এলাকার ইতিহাসে বিরল ঘটনা তা অশুভ ইঙ্গিত বহন করে যা আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহনমুলক প্রতিযোগিতামূলক নির্বাচনে আমাদের জন্য আত্মঘাতী ও বিপর্যয় ডেকে আনবে তাই নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য আমাদের সবাই কে কিছু না কিছু ছাড় দিতেই হবে আমি সকলকে বিনয়ের সাথে ঔদাত্ত আহবান জানাছি আসুন আজ থেকে আমরা সকল অতীত বেধাবেদ ভুলে গিয়ে শপদগ্রহন করি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত করতে উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সাথে নিয়ে আগামী ৩০শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে যে কোনমূল্যের বিনিময়ে নৌকার বিজয় ছিনিয়ে আনবোই ইনশাআল্লাহ, সেই লক্ষে আমার একটি আহব্বান থাকবে যিনিই নৌকার মাঝি হবেন তাকে অবশ্যই সবাই কে আস্তায় নিয়ে মাঠে নামতে হবে, তাই আমি সর্ব প্রথম ঘোষনা দিয়ে ত্যাগ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিছি ঐক্যের সার্থে যে কোন ত্যাগ করতে আমি প্রস্তুত আশা করি সংশ্লিষ্ট সকলে ত্যাগের মনোভাব নিয়ে এগিয়ে আসবেন তাহলেই আমাদের বিজয় সু নিশ্চিত ইনশাআল্লাহ।
শান্তিপূর্ণ নির্বাচনের আগে পুলিশের গাড়িতে আগুন দিয়ে বিএনপি তাদের সহিংস রাজনীতির প্রমাণ রাখলো

Leave a Reply

Your email address will not be published.