নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ॥ সন্ধ্যারাতেই ফিল্মী স্টাইলে ছিনতাই। স্বর্ণ ব্যবসায়ীর মুখমন্ডলে মরিচের গুড়া ছিটিয়ে লুটে নেয় ১৮০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ সাড়ে আট লাখ টাকা। ঘটনার পর ওই ছিনতাইকারী চক্রের এক সদস্য পাশের দেশ ভারতে চলে যায়। তিন দিনের মাথায় আটক হয় ওই চক্রের দুই সদস্য। তাদের প্রদত্ত তথ্যানুযায়ী মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ১৪১ ভরি স্বর্ণালঙ্কার। বাকি স্বর্ণ-নগদ টাকা উদ্ধারে পুলিশের প্রাণান্তকর প্রচেষ্টা রয়েছে অব্যাহত। চাঞ্চল্য সৃষ্টিকারী এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের।
স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ফিল্মী স্টাইলে ছিনতাইয়ের তিন দিন পর ১৬ নভেম্বর গত শুক্রবার দিবাগত মধ্যরাতে পুলিশ উপজেলা সদরের বণিকপাড়া এলাকার একটি পুকুরপাড়ের মাটি খুঁড়ে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রেপ্তার করা হয় দু’জনকে। তারা হলেন উপজেলা সদরের পূর্বকুট্টাপাড়া গ্রামের জ্বীনহাটি মহল্লার মৃত নজিবুল হকের পুত্র সাঈদুল হক ওরফে সাইদুর (৪০) এবং বড্ডাপাড়া গ্রামের পূর্ব পাড়ার মৃত সুরুজ খাঁ’র পুত্র এমরান খাঁ (৩৫)। তাদের অপর সহযোগী উপজেলা সদরের বণিকপাড়া গ্রামের নিত্য তলাপাত্র এলাকা ছেড়ে ভারতে পালিয়েছে।