নূরে কামাল মিঠু॥ আগামী ৩০ নভম্বের বুধবার সব ধরণরে টিভি প্রযোজনার শুটংি বন্ধ থাকবে। এমন ঘোষণা দেয়া হয়েেছ নবগঠতি ফেডারশেন অফ টেলভিশিন প্রফেশনালস্ র্অগানাইজেশনের (এফটিপিও) পক্ষ থেকে। টেলিভিশন শিল্পে কাজ করা বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত এ ফেডারেশনের আহ্বায়ক অভিনয়শিল্পী ও নির্দেশক মামুনুর রশিদ এ ঘোষণা দেন। আজ রোববার দুপুরে প্রেস ক্লাবে দেশীয় টেলিভিশনগুলোতে ডাবিংকৃত বিদেশি ধারাবাহিক নাটকের বিরুদ্ধে আন্দোলন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এ ঘোষণা দেয়া হয়। বন্ধ হওয়া শুটিং এর অর্ন্তভূক্ত থাকবে টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র কিংবা টিভিতে প্রচারের উদ্দেশ্যে যে কোন সঙ্গীতানুষ্ঠানসহ যাবতীয় টেলিভিশন অনুষ্ঠানমালা। আগামীকাল থেকেই উত্তরার বারোটি শুটংি হাউজ, তেজগাঁর কোকস্টুডিওসহ যাবতীয় শুটিং হাউজ এবং স্থানের কর্মকর্তাদের কাছে এ ব্যপারে নির্দেশনামা পাঠানো শুরু হবে ফেডারেশনের পক্ষ থেকে। একই সাথে টেলিভিশন শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্য, কলাকুশলীকেও এ ব্যপারে বিবৃতি দেয়া হবে বলে জানায় ফেডারেশনের সদস্যরা।
উল্লেখ্য, ফেডারেশন র্কতৃক গৃহীত আন্দোলনের র্কমসূচী হিসেবে ৩০ নভেম্বর বিদেশী ধারাবাহিক সম্প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি এবং শাহবাগ প্রজন্ম চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।