নাঈম॥ নির্বাচনে মনোনয়ন এর চুড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং মনোনিত প্রার্থীরা নমিনেশনও জমা দিয়েছেন। তারপরও কিছু কিছু ক্ষেত্রে অনেক যোগ্য এখন মনোনয়নের বাইরে। সেই ক্ষেত্রে ঐসকল যেগ্যদের জন্য রয়েছে নানান পুরস্কার। এবার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। আগামী ৩০ সে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হয়ে গেছে। তবে রাজনৈতিক কৌশলের কারণে এখনও তা প্রকাশ করেনি দলটি। তবে শোনা যাচ্ছে আগামী ২৫ সে নভেম্বর চড়ান্ত মনোনয়ন ঘোষনা করবেন । এবারের নির্বাচনে অনেক পরিচিত আওয়ামী লীগ নেতারা মনোনয়ন পাবে না। ইতিমধ্যে মনোনয়ন পাওয়া না পাওয়ার বিষয়টি জেনে গেছেন প্রত্যাশী নেতারাও।
বাইরে তারাও মুখ খুলছেন না দলীয় নিষেধের কারণে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতার ভিড় কেবলই বাড়ছে। তারা প্রতিদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী মনোনয়ন বঞ্চিতদের একটি বার্তাই দিয়েছেন, তা হলো দল জিতলে সব কিছুই হবে। মূল্যায়নও করা যাবে। কিন্তু দল হারলে কিছুই থাকবে না।সূত্রগুলো আরো বলছে, প্রধানমন্ত্রী নিজেও মনে করেন মনোনয়ন না পাওয়া একজন রাজনীতিবিদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তবুও দলের স্বার্থে যারা ত্যাগ স্বীকার করবে, তাদের দলও পুরস্কৃত করবে। তবে শর্ত হলো, নির্বাচনে তার এলাকায় নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। অনেক আওয়ামী লীগের পরিচিত নেতা যাদেরকে মনোনয়ন দেয়া হবে না তা দলের সার্থে এ কঠিন সিন্ধান্ত নেয়া হয়েছে । এদিকে বিএনপির মনোনয়ন চুড়ান্ত ঘোষণা করবেন আগামী ৮ ডিসেম্বর । আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের জন্য বিশেষ পুরস্কার; প্রধানমন্ত্রী