ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালের ডাক্তারের অসৌজন্য মূলক আচরণ

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। গত শনিবার সকাল ০৯.৩০ ঘটিকার সময় বৃদ্ধ মাকে ডাক্তার দেখানোর জন্য সদর হাসপাতালে যান সাংবাদিক নাজমুল হোসেন এবং যথারীতি কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে ১১০নং রুমে গিয়ে মাকে লাইনে দাড় করাইয়া, উক্ত কক্ষের গেইটে দাড়ানো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে ডাক্তারের ব্যাপারে জিজ্ঞাসা করিলে, গ্যাইটম্যান নাক-কান-গলা ডাক্তার নাই বলে জানান এবং বলে যে, ২১৫নং রুমে চলে যান, স্যার ঐখানে রোগী দেখছেন। তারপর ১১০ নং রুমে বসে থাকা ডা. মো. শাহজাহান সাহেবকে তিনি পরিচয় দিয়ে অনুরোধ করেন যে, আমার মাকে ২১৫নং রুমে নাক-কান-গলা ডাক্তার এর কাছে রেফার করে দেন, তখন ডা. শাহজাহান সাহেব রাগান্বিত হয়ে তার সাথে খারাপ ব্যবহার করেন। উক্ত ঘটনাটি তত্ত্বাবধায়ককে জানাব বললে, ডাক্তার সাহেব আরো উত্তেজিত হয়ে বসা থেকে দাড়িয়ে যান এবং গেইটম্যানকে উচ্চস্বরে বলেন যে, তাকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দাও এবং আরো অনেক কিছু। অবস্থা খারাপ দেখে ডাক্তার সাহেবের রুম থেকে বের হয়ে যান। তার মাকে নিয়ে ২১৫নং রুমে থাকা ডাক্তার মো. সাইফুল ইসলাম সাইফ এর কাছে গেলে তিনি তার মাকে সুন্দরভাবে ভাল করে দেখে ঔষধ লিখে দেন। বৃদ্ধা মাকে নিয়ে বাসায় চলে আসে ও পরে হাসপাতালে গিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবর অভিযোগ দেন। খবর নিয়ে জানা যায় ডাক্তার শাহজাহান সাহেব নাকি প্রায়ই নিরীহ রোগীদের সাথে খারাপ আচরণ করেন ও মেজাজ দেখিয়ে ধমকের সাথে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published.