ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মত বিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবইদা আক্তার। মতবিনীময় সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সী রুহুল আমিন টিটু, সদস্য মো. অলিউল্লাহ সরকার অতুল। এসময় উপস্থি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, উপজেলা সমবায় অফিসার।