ব্যালটের মাধ্যমেই বিএনপি আমলের নির্যাতনের জবাব দেবেন ভোটাররা

ভোলা প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আমলে যে অত্যাচার-নির্যাতন হয়েছে, তার জবাব ব্যালটের মাধ্যমে দেবে দেশের জনগণ। একটি সরকার বারবার ক্ষমতায় এলে উন্নয়নের ধারাবহিকতা থাকবে।valeter maddome BNP ka jobab
ভোলায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গত সোমবার দলীয় নৌকা প্রতীক গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একই সঙ্গে আচরণবিধি মেনে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণার শুরু বলে জানান বাণিজ্যমন্ত্রী।
এসময় তোফায়েল আহমেদ নির্বাচনী ইশতেহার নিয়ে বলেন, ২০০৮ সালে আমরা দিনবদলের অঙ্গীকার করেছিলাম। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এ বিষয়গুলো সামনে রেখেই এবার নির্বাচনী ইশতেহার দেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে দেশে অভূতপূর্ব উন্নয়ন উত্থান হবে। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.