কসবায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ “আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত রবিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি kosbay antor jatek dornete debosআয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো ব্যানার স্থাপন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা। জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দাবাদ সরকারী কলেজের অধ্যক্ষ খন্দকার আলমগীর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন: উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. হুমায়ুন কবির, কসবা টি.আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু ও কসবা থানা উপপরিদর্শক মো.বেলাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান। সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা।

Leave a Reply

Your email address will not be published.