প্রতিশ্রুতি॥ শিক্ষাঙ্গন সন্ত্রাস, সেশনজট মুক্তসহ মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে তোলা হবে; অর্জন- জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত ঘোষনার বছর ২০১৮, কওমি মাদ্রাসাকে সর্বোচ্চ স্তরের শিক্ষা সনদ স্বীকৃতি
প্রতিশ্রুতি॥ নারীর ক্ষমতায়ন করা হবে; অর্জন- লিঙ্গ সমতায় বাংলাদেশ আমেরিকার চেয়ে এগিয়ে এখন এশিয়ায় শীর্ষে
প্রতিশ্রুতি॥ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা পুনরুদ্ধার এবং উজ্জ্বল করা হবে; অর্জন-আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ ১৯,৪৬৭ বর্গ কিঃ মিঃ সমুদ্র বিজয়
প্রতিশ্রুতি॥ গভীর সমুদ্রবন্দর নির্মাণ করে দেওয়া হবে; অর্জন- মাতারবাড়ি ও পায়রায় নির্মিত হচ্ছে গভীর সমুদ্রবন্দর
প্রতিশ্রুতি॥ পদ্মা ও কর্ণফুলী সেতু, টানেল নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম ৪ লেন বিশিষ্ট এক্সপ্রেস সড়ক নির্মাণ করা হবে; অর্জন- ২০১৯ সালেই শেষ হচ্ছে পদ্মা সেতুর কাজ, – ৩য় কর্ণফুলী সেতু নির্মাণ, – ঢাকা-চট্টগ্রাম ৪ লেন সড়ক নির্মাণ।
প্রতিশ্রুতি॥ দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইসিটি ইনকুবেটর এবং কম্পিউটার ভিলেজ স্থাপন করা হবে; অর্জন- দেশে ২৮টি হাইটেক পার্ক, ২টি টেকনোলজি পার্ক, গাজীপুর ও সিলেটে হাই-টেক সিটি ও দেশের ৭টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন
প্রতিশ্রুতি॥ কোরআন ও সুন্নাহ্ পরিপন্থী’ কোনো আইন প্রণয়ন করা হবে না; অর্জন – ১০১০ জন কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে সরকারী চাকরি,-১০০০টি মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ,- ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ গঠন,- ৫ জন আলেমকে নির্বাচিত করে তাদের মতামতের ভিত্তিতে ফতোয়া প্রদান
প্রতিশ্রুতি॥ মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, বার্ধক্যকালীন ভরণ-পোষণ ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে; অর্জন- মুক্তিযোদ্ধা মাসিক ভাতা এখন ১০ হাজার টাকা,- ২৯৭১ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে,- ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ, – মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে এপ্রিল ২০১৮ থেকে
প্রতিশ্রুতি॥ স্বল্প খরচে যাতায়াত ও রাজধানীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রেলওয়েকে গুরুত্ব দেওয়া হবে; অর্জন- স্বল্প খরচে রাজধানীর সঙ্গে যোগাযোগের জন্য নির্মিত হচ্ছে মেট্রোরেল
প্রতিশ্রুতি॥ সন্ত্রাস ও জঙ্গিবাদ শক্ত হাতে দমন করা হবে। যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা হবে; অর্জন- জঙ্গিবাদ দমনে রোল মডেল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি – ৬ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর ও বিচার চলমান
প্রতিশ্রুতি॥ দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার যথাক্রমে ২৫ ও ১৫ শতাংশে নামিয়ে আনা হবে; অর্জন- বর্তমানে দারিদ্র্যের হার ২১.৮% আর অতি দারিদ্র্যের হার ১১.৩%
প্রতিশ্রুতি॥ ২০২১ সালে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে; অর্জন- বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা- ২০,৪৩০ মেগাওয়াট এবং বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী ৯৫%
কথা দিয়ে কথা রাখে আওয়ামী লীগ
শেখ হাসিনার নেতৃত্বে ১০ বছরে বদলে যাওয়া বাংলাদেশ
শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল
মহান মুক্তিযুদ্ধ: ১৯৭১ ধাপে ধাপে চূড়ান্ত বিজয়ের পথে বাংলাদেশ। আরেকটি বিজয়ের দ্বারপ্রান্তে এসে দেশবাসির সহযোগীতা এবং ভালবাসা ও দোয়া কামনা করছি। আগামী ৩০ ডিসেম্বর হবে সেই দিন যেদিন ১৯৭১এর ১৬ডিসেম্বরকে স্মরণ করিয়ে জাতি পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং এর সকল সুযোগ-সুবিধা বিনা বাধায় ভোগ করার সুযোগ পাবে।