শেখ কামাল॥ তারেক রহমান বিএনপির বর্তমান বিপর্যয়ের জন্য সরাসরি ফালুকে দায়ী করেন। তারেক রহমান এক সাক্ষাৎকারে বলেন ফালুর সাথে বেগম জিয়াকে নিয়ে স্ক্যান্ডাল-ই বিএনপির পতনের মুল কারন। এ নিয়ে তার মায়ের অনেক বার ঝগড়া প্রকাশ্য পর্যন্ত হয়। তারেক বলেন তার মায়ের সাথে ফালুর অনৈতিক সম্পর্কের রেষ ধরে দলে আজ বড় বিভক্তি। তিনি বলেন ফালুর কারণে বিএনপি আজ যাদুঘরে। তিনি ভবিষ্যতে খালেদা বিহীন বিএনপি না হলে ক্ষমতায় যাওয়া সম্ভব হবেনা বলে মন্তব্য করেন।