ড. কামালের গাড়িবহরে হামলার অভিযোগ

প্রশান্তি ডেক্স॥ ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি এবং জাতীয় বেঈমান ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী মাসুদ।doctor kamal gare hamla
তিনি জানান, মিরপুর শহীদ বুদ্ধিজীবি সস্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হবার সময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ওপর হামলা হয়েছে। সে সময় কামাল স্যারের সঙ্গে ছিলেন আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জগলুল হায়দার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
গত শুক্রবার সকাল সোয়া ১০টার দিকের ওই ঘটনায় দুর্বৃত্তরা তার বহরে থাকা বেশ কয়েকটি প্রাইভেটকার ভাংচুর করে অভিযোগ করে মেহেদি মাসুদ বলেন, ‘এ হামলার প্রতিবাদে বিকেল ৩টায় জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে হামলার ব্যাপারে কথা বলবেন ড. কামাল হোসেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ড. কামাল কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান গেট দিয়ে বের হচ্ছিলেন। এ সময় তার ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলার সময় তার নেতাকর্মীরা কামালকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও বেধড়ক পেটানো হয়। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বেশ কয়েকটি প্রাইভেটকার ভাংচুর করে হামলাকারীরা। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নীরব নামে ছাত্রদলের এক কর্মী জানান, হঠাৎই স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে বিষয়টি দেখছিল। তিনি বলেন, ‘আমরা তো শ্রদ্ধা জানাতে এসেছিলাম, রাজনীতি করতে তো এখানে আসিনি।’
এ ব্যাপারে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ‘আমি তো ভেতরে বেদিতে ছিলাম। শুনলাম মেইন গেটে ঝামেলা হয়েছে। তবে বের হয়ে কিছু পাইনি।’
তবে ডিএমপি মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ‘বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য হাজার হাজার মানুষের আগমন ঘটেছিল। একটু ধাক্কাধাক্কি হলেও হতে পারে। দিন শেষে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

Leave a Reply

Your email address will not be published.