ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোট গ্রহন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন কসবা মহিলা ডিগ্রী কলেজে এ প্রশিক্ষনের আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস। প্রশিক্ষনে প্রিজাইডিং অফিসার হিসেবে ৭৯ জন, সহ প্রিজাইডিং অফিসার হিসেবে ৪৪৬ জন ও পোলিং এজেন্ট হিসেবে ৮৯২ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হায়াত-উদ-দৌলা খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: ৬০ বিজিবি অধিনায়ক মো.ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান, সহকারী সিনিয়র পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার মো.জিল্লুর রহমান ও কসবা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আসাদুল ইসলাম।