বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে আনন্দবাজারে সম্পাদকীয়

প্রশান্তি ডেক্স॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গত (৩০ ডিসেম্বর, রোববার)। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৬ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ফলে দেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই থাকছে। এদিকে এ নির্বাচনের ফলে ‘অভিনন্দন বাংলাদেশ!’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। অঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর লেখা এ সম্পাদকীয়তে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ যে গণতন্ত্রের পথেই থাকছে চায় -সেটি উল্লেখ করা হয়েছে।Bangladeske Ovenondon Anondo bazer Potreka
অঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখেন, শুভেচ্ছা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে। আরও পাঁচটা বছর গণতন্ত্রের পথেই থাকতে চায় বাংলাদেশ -গোটা বিশ্বকে এই বার্তা দিয়ে সাধারণ নির্বাচন সম্পন্ন হলো বাংলাদেশে। উপমহাদেশে তথা এশিয়ায় গণতন্ত্রের জয়ধ্বজা উড্ডীন রাখতে বাংলাদেশে গণতন্ত্রের সাফল্য অত্যন্ত কাম্য ছিল। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার সফল ও নির্বিঘন সমাপন ভারতের কাছে অত্যন্ত কাঙ্খিত। কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেওয়ার পর থেকে এ পর্যন্ত বারবার গণতন্ত্রের পথ বাংলাদেশে অবরুদ্ধ হয়েছে। পাকিস্তানের মতোই বাংলাদেশেও বারবার রাষ্ট্র চালনায় সামরিক হস্তক্ষেপ হয়েছে, গণতান্ত্রিক সরকারকে উপড়ে ফেলে সামরিক শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আজকের বাংলাদেশ এক নতুন দিগন্তে উপনীত।
টানা তিনটে সরকার সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত হলো -বাংলাদেশের জন্য এ এক নতুন উপলব্ধি। গণতন্ত্রের পথে এই সফল পদচারণার জন্য অভিনন্দন প্রাপ্য বাংলাদেশের। বাংলাদেশে রাজনৈতিক সুস্থিতিও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে জঙ্গি দমন -এমন নানা বিষয়ে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের আদান-প্রদান অত্যন্ত নিবিড়। যেকোনো গণতান্ত্রিক সরকারের পক্ষেই অন্য একটি গণতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক রাখা সহজ। তাই বাংলাদেশে গণতন্ত্রের সফল পরীক্ষায় ভারত স্বাভাবিকভাবেই খুশি। আগামীর জন্য শুভেচ্ছা রইল। অভাব-অভিযোগ পিছনে ফেলে গণতন্ত্রের সড়কে আগামী দিনে যেন আরও পরিণত ভঙ্গিতে হাঁটতে পারে বাংলাদেশ -ভারতবাসীর তরফ থেকে সেই শুভেচ্ছাই রইল।

Leave a Reply

Your email address will not be published.