ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বৃহস্পতিবার ভোরে প্রায় ২শ ২০ কেজি ভারতীয় গাঁজা সহ একটি বড় কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। এ সময় গাড়ির চালক সহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আটককৃতদের তথ্যানুযায়ী অন্য দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গদখালী গ্রামের আশরাফ আলীর ছেলে আবদুর রাজ্জাক (৩৬), নেত্রকোনা জেলার মদন থানার চানগাও গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আবদুল আউয়াল, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মরাপুকুর গ্রামের সফিক মিয়ার ছেলে শরীফ (৩৯) ও বজলু মিয়ার ছেলে শফিক মিয়া। কসবা থানা অফিসার ইনচার্জ মো.আবদুল মালেক জানান; গোপন সংবাদ পেয়ে কুটি- নয়নপুর সড়কের পৌর এলাকার টি.আলী বাড়ি মোড়ে বড় একটি কাভার্ড ভ্যান আটক করে পুলিশ।
চালক গাঁজার কথা অস্বীকার করে পুলিশের সাথে চ্যালেঞ্জ করে। পুলিশ চালকের কথা শুনে গাড়িতে তল্লাশী চালায় এবং ১১টি বস্তায় প্রায় ২ শ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে গাড়ি সহ জব্দ করে। মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু কর হয়েছে আটককৃতদের বিরুদ্ধে। এদিকে আটককৃত শফিক মিয়ার ভাই কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম ডিলার জানান; আমার ভাইকে ভোররাতে ঘুম থেকে ডেকে এনে আটক করেছে পুলিশ। সে কোন প্রকার মাদক ব্যবসার সাথে জড়িত না। অন্যদিকে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শরীফের দেয়া তথ্যনুযায়ী আটক করা হয়েছে শফিককে ।
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ তারিখ: ০৩-০১-২০১৯ ইং।