সর্বপ্রথমে আল্লাকে শুকরিয়া জানাই যে, আমার দল আবার সংখ্যাগরিষ্ট আসন নিয়ে তৃতীয়বারের মত ক্ষমতায় এসেছে। স্মরণকালের শ্রেষ্ঠ ঐতিহ্য ও ইতিহাস সৃষ্টি করে ক্ষমতার মাহেন্দ্রক্ষণে জানাই কৃতজ্ঞতা সবাইকে (যারা এই নির্বাচনী আয়োজনের সঙ্গে কোন না কোন ভাবে জড়িত ছিলেন)। বিজয়ী দলের কর্মী ও সমর্থক এবং শুভাকাংখি হিসেবে জানাই পরাজিক সকল প্রার্থী ও এর সমর্থকদের অভিনন্দন। আপনাদের অংশগ্রহন ও সহযোগীতাই এই নির্বাচন হয়েছে প্রাণবন্ত ও সর্বমহলে গ্রহনযোগ্য। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করি শেখ হাসিনার হাত ধরে তাঁরই যোগ্য নের্তৃত্বে।
দলের নেতা কর্মী ও সমর্থকদের জানাই কৃতজ্ঞতা ও শুভেচ্ছা এবং ভালবাসা। আমরা একটি বৃহৎ পরিবার আর এই পরিবার ঐক্যবদ্ধ থাকলে কি হয় তা এবার দেখেছে বিশ্ব। তাই এই ঐক্য আকঁড়ে ধরে আগামীর বিজয় সুনিশ্চিতে এগিয়ে যাব কাধে কাধ মিলিয়ে এই হউক আমাদের প্রত্যয়দৃপ্ত অঙ্গিকার। শুভ নববর্ষ।