শপথ নিয়েই ছোট বোনকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী

বা আ॥ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ছোট বোন শেখ রেহানার কাছ থেকে প্রথম ফুলের তোড়া উপহার পান শেখ হাসিনা। এ সময় একজন আরেকজনকে জড়িয়ে ধরেন এবং চুমু খান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান।shopot ney choto bonka jareya dorlo
এ শপথের মধ্যে দিয়ে তিনি টানা তৃতীয়বার এবং চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে প্রবেশ করার পর পরই জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম। দরবার হলের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিচারপতি, শিক্ষক, কূটনীতিকরাসহ প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে এমপি হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি সংসদ নেতা হিসেবে নির্বাচিত হন। এছাড়া মন্ত্রিপরিষদে রয়েছেন মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন।

Leave a Reply

Your email address will not be published.