মিরপুরে ১৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

প্রশান্তি ডেক্স॥ রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে ১২ লাখ ৯৫ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম।Mirpura 13 lakh taka jal not
গত মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া আহম্মদ নগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জীবন আহম্মেদ পলাশ (৩২) ও মো. আরিফ শেখ (২২)। এদের মধ্যে জীবনের বাড়ি বগুড়া সদর থানার রহমান নগর জিলাদার পাড়া গ্রামে এবং আরিফের বাড়ি মাদারীপুরের শিবচর থানার পোড়ারটেক সাহেবের বাজার এলাকায়। তারা দুজনে মিরপুর থানার পাইকপাড়া আহম্মদ নগর এলাকায় বসবাস করত।
তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.