সততার সঙ্গে কাজ করার আহ্বান…কৃষিমন্ত্রীর

প্রশান্তি ডেক্স॥ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সার্বিক অর্থনীতিতে কৃষির গুরুত্ব ক্রমেই বাড়ছে। কৃষির বিকাশে যারা কাজ করছেন তারা দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব মেধা, আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করতে হবে। আগামীতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রধান নিয়ামক হচ্ছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি।’
বুধবার (১৬ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম সভা।sototaer songe kaj korer ahobban krese montre
কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষি প্রকৃতিনিভর একটি ঝুঁকিপূর্ণ পেশা। প্রাকৃতিক দুর্যোগের কারণে যেকোনো সময় দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করে কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জন আজ বিশ্ব স্বীকৃত।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভবিষৎ প্রজন্মের কথা মাথায় রেখে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।’ তেলের ক্ষেত্রে আমদানি নিভরতা কমিয়ে আনার জন্য দেশব্যাপী বৃহৎ প্রকল্প গ্রহণের কথা উল্লেখ করেন কৃষিমন্ত্রী। ‘আমরা সবাই মিলে ভবিষৎ প্রজন্মের জন্য এমন কাজ করে যেতে চাই যা অনুকরণীয় হয়ে থাকবে’ যোগ করেন তিনি।
কৃষি মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৭১২ দশমিক ৬৫ কোটি টাকার মোট ৫১টি প্রকল্প চলমান রয়েছে। ইতোমধ্যে আরও ১৯টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং এর মধ্যে ৬টি প্রকল্পের বরাদ্দও পাওয়া গেছে। বৃহৎ বরাদ্দপ্রাপ্ত ২২টি প্রকল্প যার বরাদ্দ ২৫ কোটি বা তদুর্ধ্ব বাবদ মোট ১ হাজার ৩৩৩ দশমিক ৬৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক।
কৃষি সচিব মো. নাসিরুজ্জামান সভার সঞ্চলনা করেন। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.