রঙ মিশিয়ে হলুদ-মরিচের গুঁড়া তৈরি

প্রশান্তি ডেক্স॥ নোয়াখালীর চৌমুহনীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে পচা হলুদ-মরিচ ও ধনিয়ার সঙ্গে রঙ মিশিয়ে প্যাকেট করে বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গত বুধবার দুপুরে গোলাবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।Rong meseya holod
তিনি বলেন, চৌমুহনী বাজারের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রঙসহ নানা ধরনের উপাদান মিশিয়ে পচা হলুদ-মরিচ ও ধনিয়াসহ মসলা মেশিনে ভাঙিয়ে প্যাকেট করে বিক্রি করছে। দুপুরে গোলাবাড়িয়ায় অভিযান চালিয়ে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় বাবুল মসলা মিলকে ১০ হাজার টাকা, আবু সুফিয়ান মসলা মিলকে ছয় হাজার এবং ইউসুফ মসলা মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে নোংরা ও ড্রেনের পাশে মুরগি জবাই ও তার সংরক্ষণ করার দায়ে বিসমিল্লাহ পোল্ট্রিকে সাত হাজার টাকাসহ মোট চারটি ব্যবসা-প্রতিষ্ঠান থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

Leave a Reply

Your email address will not be published.