এখন ১৪ দলের তিন দায়িত্ব

প্রশান্তি ডেক্স॥ এখন থেকে ১৪ দল তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।akhon 14 daler 3 dayeto
গত বুধবার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কমরেড অমল সেনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা জানান তিনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এই মুখপাত্র জানান, দায়িত্ব তিনটি হলো- (১) মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে চোখের মনির মতো রক্ষা, (২) সরকার পরিচালনায় কোনও ত্রুটি-বিচ্যতি হলে তা ধরিয়ে দিয়ে সতর্ক করা এবং (৩) পরাজিত অশুভ শক্তি কোনও চক্রান্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেয়া।
মোহাম্মদ নাসিম বলেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিশাল বিজয় হলেও স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্ত মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে ১৪ দল মাঠে থাকবে।
স্মরণসভার আগে কমরেড অমল সেনের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোহাম্মদ নাসিম। ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পাটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.