আনোয়ার হোসেন॥ কথা কম কাজ বেশি, এই নীতিতে চলবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, যাত্রীসেবার মান বৃদ্ধিই হবে তার প্রধান অঙ্গীকার। গত রোববার রেল মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুরুল ইসলাম সুজন। কালোবাজারি বন্ধে পর্যায়ক্রমে আন্তঃনগর সব ট্রেনের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের চিন্তাভাবনা চলছে বলে জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে সোনারবাংলা এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা কার্যকর রয়েছে। এটা সফল হলে তা দেখে অন্য ট্রেনের ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হবে।মন্ত্রী আরও বলেন, অভিযোগ ছাড়া সাধারণ মানুষের কাছে রেলের সেবা পৌঁছে দেয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। তাই রেলকে তথ্য-প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান রেলমন্ত্রী।টিকিট কালেবাজারি বন্ধ করার জন্য যাত্রীসহ সব মানুষের সহযোগিতা চান মন্ত্রী। টিকিট কালোবাজারির কারণে রেলের সব অর্জন নষ্ট হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া জনগণের প্রতিনিধি হিসেবে তিনি সবসময় জবাবদিহি করতে বাধ্য বলেও ওই সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post