শেখ মো. কামাল উদ্দিন, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের শীতলপাড়ার অধিবাসি, কসবা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক, কসবা ইমাম কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি, বাংলাদেশ ইমাম কল্যাণ সমিতির উপজেলার সাবেক সভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান (৯৮) গত শনিবার (২৬ জানুয়ারি) বেলা ১টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রবিবার সকাল ৯টায় কসবা কেন্দ্রীয় ঈদগাহে তার বড় ছেলে মো. রফিকুল ইসলামের ইমামতিতে নামাযে জানাযা শেষে কসবা তেতৈয়াস্থ পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।