শেরপুর প্রতিনিধি॥ বাংলার কৃষ্টি চিরায়ত রুপ লাবন্যের মধ্যে একটি উদযাপন নবান্ন উৎসব। শেরপুরের নিভৃত পল্লী হাতি আগলা গ্রামে ১৪২৩ সালের নবান্ন উপলক্ষে শেরপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত নবান্ন উৎসব । ইউ এন ও সদরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা প্রশাসক । বিশেষ অতিথি ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং জনপ্রতিনিধিগণ । নুতনের সমন্বয়ে পুরাতনের অভিজ্ঞতা এবং উৎসব বিনিময়ই আমাদের আগামী প্রজন্মকে পরিচিত করবে আমাদের কৃষ্টি-কালচার ও সংস্কৃতির ধারাকে। সারাদেশে সম্মিলিত প্রয়াসেই এই নবান্নের উৎসব জাতিয়ভাবে পালিত হউক আগামীর শুভ দিগন্তের নব জোয়ারে জাগরিত বাংলার নতুন প্রজন্মের জন্য।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post