কলকাতা পুলিশ প্রধানকে গ্রেফতার না করার নির্দেশ

আন্তর্জাতিক ডেক্স॥ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে এখনই গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার আদালত দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘সেন্ট্রাল ব্যরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)’ এর সঙ্গে কলকাতা পুলিশের সংঘাত মামলার রায়ের শুনানিতে এ নির্দেশ প্রদান করে।kalkata police
মামলার পরবর্তী শুনানি আগামী ২০ ফেব্রুয়ারি এই ধার্য করা হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছে পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।
একই সঙ্গে সিবিআইয়ের দায়ের করা আদালত অবমাননার মামলায় আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে হবে বলে কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার, মুখ্য সচিব মলয় দে এবং ডিজিপি বীরেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। এই জবাব পাওয়ার পরই শীর্ষ আদালত ঠিক করবে, তাদের আদালতে হাজিরা দিতে বলা হবে কি না।
গত মঙ্গলবার শুনানিতে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে প্রবেশ করে সিবিআই কর্মকর্তাদের জিজ্ঞাসাবকে কেন্দ্র করেই কলকাতা পুলিশের সঙ্গে সিবিআইয়ের সংঘাতের সূত্রপাত। প্রধান বিচারপতি গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। সিবিআইয়ের তরফ থেকে একটি হলফনামা জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে।
গত বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। শীর্ষ আদালতে সিবিআইয়ের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, সিবিআই বনাম পশ্চিমবঙ্গ সরকারের দ্বৈরথে সংবিধান ভেঙে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজীবকে ‘সম্ভাব্য অভিযুক্ত’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগও তোলে সিবিআই।
একই সঙ্গে সিবিআইয়ের আর্জি ছিল, সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে আত্মসমর্পণ করতে বা সিবিআইয়ের সামনে হাজির হতে নির্দেশ দিক। অন্যদিকে, সুপ্রিম কোটের নির্দেশে যে তদন্ত হচ্ছে, তাতে রাজ্য প্রশাসন বাধা দিচ্ছে বলে আদালত অবমাননার মামলা হোক।
এর পরেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, আপনাদের আবেদন পড়েছি। এতে (নথি লোপাটের প্রমাণ) কিছুই নেই।
একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যদি প্রমাণ করতে পারেন, উনি প্রমাণ লোপাট করেছেন বা একবারও সে কথা ভেবেছেন, তা হলে এমন শিক্ষা দেব যে অনুতাপ করতে হবে।
এদিকে মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকে সুপ্রিম কোটের রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ কমিশনার রাজীব কুমারকে এখনই গ্রেফতার করা যাবে না বলে দেশটির সুপ্রিম কোর্টের দেয়া আদেশকে ‘গণতন্ত্রের জয়’ হিসেব্যে আখ্যা দিয়েছেন তিনি। টানা ৩ দিন ধর্না কর্মসূচী পালনের পর গত মঙ্গলবার কলকাতার মেট্রো চ্যানেলে এ কর্মসূচী শেষ করার ঘোষণা দিয়েছেন মমতা।
ধর্নামঞ্চ থেকে সংবাদ সম্মেলনে সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই রায় গণতন্ত্রের জয়।
রাজীব কুমারের গ্রেফতারি ও সিবিআইয়ের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, আমরা সহযোগিতা করব না বলিনি। চিটফান্ড নিয়ে তার সরকারই তৎপরতা দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া মেট্রো চ্যানেলে তার ধর্না সম্পর্কে বলেন, এটা তৃণমূলের আন্দোলন নয়, এটা জন আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published.