এডঃ মোঃ হারুনুর রশিদ খান
এসো এসো হে বৈশাখ তোমায় সাঙ্গ পেতে চলছে উদীক্ষণ
তুমি যে নব আশার বার্তা বাহন,
ওহে বৈশাখ তুমি যে নব্যের তত্ত্ব নন্দন।
হে বৈশাখ তুমি যে যৌবনের আশংসন,
তুমি গ্রীষ্ম বায়ে প্রকৃতির নব জাগরণ
তোমার আগমণে প্রাণে লাগে গ্রীষ্মের দোলন।
তোমার বায়ে রুগ্নে শোধন, হৃদয়ে বহে মিলনের আকর্ষন,
তোমার ঝড়ো হাওয়ায় জীর্নতার বিতাড়ন, নব্যের আগমণ।
তোমার নির্মল দোলা হৃদয়ে জাগে নব শিহরণ,
পাকা ধান, ঢেউয়ে ঢেউয়ে করে আলিঙ্গণ।
গ্রীষ্মে তোমার হাওয়ায় আকাশে বহে রঙ্গের বৈচিত্র শোভন
তোমার বায়ে কর্মে রহে প্রেরণার দীপন
তুমি গ্রীষ্ম মিলনে মোদের কবেছ বরণ
তুমি অপরূপ ও তরঙ্গ খেলায় মেতে রহ সর্বক্ষণ।
তোমারই প্রেম লীলায় বহে তারুণ্যের ভান,নেই বিষাদের তান
তোমারই বৃষ্টির ধারায় সৃষ্টি নতুন প্রাণ
তোমারই বায়ে ফলে ফলে সুগন্ধি ছড়ায় চারদিকে।
এইতো কামনা, এইতো বাসনা, তাইতো তোমায় অভিবাদন।