প্রশান্তি ডেক্স॥ বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ২০১৯- এর মশাল গত সোমবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে আড়ম্বর পরিবেশে মশাল গ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা এবং প্রশাসনের কর্তাব্যক্তিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি ও উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের নৃত্যাঙ্গন সংগঠনের সদস্যদের উপস্থাপনায় নৃত্য পরিবেশিত হয়।
উল্লেখ্য, গত ১৭ মার্চ হতে ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-এর পর্দা উঠে।
মাসব্যাপী চলা এ আসরে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, সুইমিং, সাইক্লিং, সাঁতার, টেবিল টেনিস, বাস্কেটবল ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।