দেশে হতদরিদ্র বলে কিছু থাকবে না

বা আ॥ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে হতদরিদ্র বলে কিছু থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। গত বুধবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। dashe hot daredro
কোনো অশুভ শক্তি যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সতর্ক থাকারও আহবান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, গবেষণায় গুরুত্ব দেয়ার কারণেই সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। তাই অর্থনীতিকে টেকসই করতে হলে গবেষণার ওপর আরো গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতার মাধ্যমেই টিকে থাকতে হবে। তাই দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রয়োজন গবেষণার। আওয়ামী লীগ সরকার দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে বিশ্বাস করে বলেই ৯৬-এ ক্ষমতায় এসে নতুন করে গবেষণায় বরাদ্দ শুরু করে বলেও জানান প্রধানমন্ত্রী। বর্তমানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন দীর্ঘ দিনের গবেষণার ফসল বলেও জানান শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published.