ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও বিশিষ্ট সাংবাদিকগন অংশগ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান কমিশনার মরতুজা আহমদ। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মো.সিরাজুল ইসলাম খান, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া ও ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা।
এর আগে উপজেলার সকল সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউনিয়ন ভৃমি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মো.সিরাজুল ইসলাম খান।
প্রধান অতিথি মরতুজা আহমদ বলেন; তথ্য অধিকার আইনে জনগন যে কোনো দপ্তরের কাছে তথ্য চাইলে অবশ্যই জনগনকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। এ আইনে তথ্য চাওয়া জনগনের অধিকার। তথ্য চেযে যথা সময়ে না পেলে এবিষয়ে তথ্য কমিশনকে অবহিত করা হলে কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহন করতে পারেন।