ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার- এ শ্লোগানে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ শুরু হয়।
গত মঙ্গলবার সকালে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কমপ্লেক্সের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সহ কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন। পরে কেক কেটে স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে.এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন; কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, মেডিকেল অফিসার ডা:আসাদুজ্জামান,উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম। ১৬ এপ্্িরল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশে স্বাস্থ্য সেবা সপ্তাহের কার্যক্রম চলবে।