ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ‘গ্রীন কসবা, ক্লিন কসবা” বাস্তবায়নে প্রথম পদক্ষেপ হিসেবে কসবা পৌর সভার উদ্যোগে পুরাতন বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের নিকট ২ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে ২৩টি ডাষ্টবিন গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক দিলীপ কুমার রায়, সদস্য সচিব আলহাজ্ব মো.আমজাদ হোসেন সরকার, সদস্য পিযুষ কান্তি রায়, রতন চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক মো. আফজাল হোসেন রিমন, পৌর কাউন্সিলর মো. আবু জাহের, মো. হেলাল উদ্দিন সরকার, মো.আবু ছায়েদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারন কাউন্সিলরগণসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল বলেন; কসবা পুরাতন বাজারকে অচিরেই সিসি ক্যামেরা স্থাপনসহ বাজারের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আসন্ন কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও দক্ষ ব্যক্তিকে বাজার পরিচালনা কমিটিতে নির্বাচিত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।