কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেখ কামাল উদ্দিন॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরের ইমাম প্রি-ক্যাডেট স্কুলের পুরস্কার সনদ বিতরণ অনুষ্ঠান গত ২২ মে বুধবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রভাষক বায়েক আলহাজ্ব শাহআলম কলেজ এর সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন; বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন। বিদ্যালয়ের প্রায় দেড় সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি kasba 2শিক্ষা অফিসার মো. নাজমুল হক শিকদার ও তৃতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজিফা খাতুন, প্রভাষক কসবা মহিলা ডিগ্রী কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; প্রধান শিক্ষক গোলাম রব্বানী. মো. লুৎফুর রহমান. সাবেক পৌর কাউন্সিলর ফারুক আহমাদ।
বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ২০১৮ সালের বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন ১ম থেকে ৫ম শ্রেণি বৃত্তি, খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু মেধাবৃত্তি, বাংলাদেশ কবি নজরুল কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ২১৯ জনের মধ্যে লক্ষাধিক টাকা বিতরণ করা হয়। বিদ্যালয়ে কর্মরত ৮০জন শিক্ষক কর্মচারীর মধ্যে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০১৮ সালে ৯৩জন জিপিএ ৫ পেয়েছে। বৃত্তি লাভ করে ১১জন। চিনাইর শিশু মেধাবৃত্তি পরীক্ষায় ২৮জন পুরস্কার ও সনদ লাভ করে জেলায় প্রথম স্থান অর্জন করে। বাংলাদেশ স্কাউটস ্এর সর্বোচ্চ পুরস্কার শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট প্রাপ্ত শিক্ষার্থীরা দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত সমাবেশে ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশ গ্রহণ করে থাকে। জাতীয় দিবসে উপজোলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানে এর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে পুরস্কৃত হয়ে থাকে।
ইমাম প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ ইমাম জানান. এ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষার হার প্রতিনিয়ত বৃদ্ধির লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা। বিগত বছরে আইন বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি ইমাম প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শন করেছেন।
সার্বক্ষনিক সিসি ক্যামেরায় মনিটরিং. অন লাইন ভিত্তিক ফলাফল প্রকাশ. দেয়ালিকা প্রকাশ ও সাপ্তাহিক বিতর্ক সভাসহ নিয়মিতভাবে সহপাঠক্রমিক কার্য সম্পাদন করা হয়। সুশোভিত ফুল বাগান, বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রতিকৃতি ও বিভিন্ন গাছ গাছালীর ছায়া ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় এতে দিন দিন শ্ক্ষিার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশের নামকরা ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা লাভ করছে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন; মাওলানা আবদুন নূর ও ফয়েজ মো. তারেক।

Leave a Reply

Your email address will not be published.