সাংবাদিক আলেমওলামাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান বাবুনগরীর

প্রশান্তি ডেক্স॥ ‘দেশ, জাতি ও ইসলামের কল্যাণে সাংবাদিক ও আলেমওলামাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।shangbadek
তিনি বলেন, ‘সাংবাদিকরা দেশের সম্পদ, জাতির বিবেক। আশার আলো। আল্লাহ তায়ালা তাদের দেশ, জাতি ও ইসলামের কল্যাণে এবং দ্বীনের সেবার সুযোগ দিয়েছেন। সে সুযোগকে আরও বেশি কাজে লাগিয়ে তারা কাজ করছেন, আশা করব তারা আরও বেশি কাজ করবেন।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিক ও আলেমওলামারা যদি কাজের ময়দানে আরও বেশি ঝাঁপিয়ে পড়ে তাহলে ইনশাল্লাহ দেশ, জাতি ও ইসলামের ফায়দা হবে।’
বৃহস্পতিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে রিলিজিয়াস্ রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতাকালে এ সব কথা বলেন জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, ‘রোহিঙ্গা মুসলমানসহ বিশ্বের মুসলমানরা নানা জুলুম-নির্যাতনের শিকার হচ্ছে। এ জুলুম-নির্যাতন থেকে তারা যেন রেহান পান সে জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া করতে হবে।’
আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বেও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তছলিম, মহাসচিব ফারুক আহমেদ সরদার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, হাব যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবর রহমান, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি ইলিয়াস হোসেন, খেলাফত আন্দোলন সভাপতি মাওলানা জাফর উল্লাহ খান, দাওয়াতে ইসলামী বাংলাদেশ সভাপতি মুফতি জহিরুল ইসলাম, মুসলিম লীগ মহাসচিব আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আহমেদ আলী কাশেমী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল ও জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যফ্রন্ট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামি।

Leave a Reply

Your email address will not be published.