ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বিদ্যালয় আমার, দায়িত্বও আমার- এ শ্লোগানে কসবায় বেসরকারী সংস্থা সিদীপ’র আয়োজনে পরিছন্ন বিদ্যালয় কার্যক্রমের অধীনে বৃহস্পতিবার (২০ জুন) কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিদীপ’র প্রোগ্রাম ম্যানেজার মো.মাহবুবুল আলম, শিক্ষক হুমায়ুন কবির, ম্যানেজার নিমাই চন্দ্র সরকার,ডা:আসাদুল ইসলাম,সাংবাদিক রুবেল আহমেদ প্রমুখ।
পরে বিদ্যালয়ে টেকশই পরিচ্ছন্ন কার্যক্রমে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ক্লাশের ছাত্রীদের ক্লাশ ভিত্তিক পুরস্কার দেয়া হয়। এতে প্রথম স্থান অধিকরী অষ্টম শ্রেনী, দ্বিতীয় সপ্তম শ্রেনী ও তৃতীয় স্থান অধিকারী ৬ষ্ঠ শ্রেণীর প্রতিযোগী ছাত্রীদের সিদীপ পুরস্কৃত করেন।